প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব “মোঃআকরাম আল হুসাইন” স্যার সচিব থেকে সিনিয়র সচিব পদে পদোন্নতি পাওয়ায় বান্দরবান পার্বত্য জেলায় অবস্থিত ধুইল্যাপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে স্যারকে আন্তরিক অভিনন্দন এনং শুভেচ্ছা।
বাংলাদেশের প্রাথমিক সেক্টরের অভিভাবক হিসেবে চলমান, যোগ্য,যাচাই- বাচাইকৃত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলি জাতীয়করণ করার ক্ষেত্রে স্যারের সুদৃষ্টি কামনা করছি।
শুভেচ্ছান্তে-
জসিম উদ্দিন
প্রধান শিক্ষক
ধুইল্যাপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়।
সরই,লামা,বান্দরবান।