চিটাগাং মেইল ডেস্ক : মহামারি করোনা ভাইরাসের বিগত ২৪ ঘন্টায় আরো২১০ জন পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার (৩ জুলাই) পর্যন্ত পুলিশে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১১,৩০২ জন।বৃহস্পতিবার (২ জুলাই) পর্যন্ত পুলিশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ১১,০৯২।পুলিশের কার্যালয় থেকে বলা হয়েছে যে , “বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের এই সময়ে সরকারি নির্দেশ মতে লকডাউন, সামাজিক দূরত্ব এবং জনগণের সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি চিরাচরিত আইনশৃঙ্খলা রক্ষার কাজও করতে হচ্ছে পুলিশকে। ফলে পুলিশ সদস্যরা দ্রুতই করোনা ভাইরাসে সংক্রমিত হচ্ছেন”।এছাড়া, করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে মোট ৭,৩২৭ জন সদস্য সুস্থ হয়ে তদের নিজ বাড়িতে ফিরেছেন”।পুলিশ সদর দফতর ও বিভিন্ন ইউনিটের দেয়া তথ্য অনুযায়ী,“মোট করোনা আক্রান্তের মধ্যে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) কর্মরতদের মধ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২৩১৮ জন সদস্য। গতকাল যা ছিল ২,৩১১ জন। অর্থাৎ বিগত ২৪ ঘণ্টায় ডিএমপির আরো ৭ জন সদস্য করোনা আক্রান্ত হয়েছেন”।এর কারণ সরূপ পুলিশ সদর দফতর থেকে জানানো হয়েছে যে, “করোনা আক্রান্তদের সংস্পর্শে আসায় ১২,০২৬ জন সদস্যকে কোয়ারেন্টাইনে এবং ৪,৬৭৩ জনকে আইসোলেশনে রাখা হয়েছে”।
“করোনা ভাইরাস হতে সুস্থ হওয়া পুলিশ সদস্যদের অনেকেই জনগণের সেবায় পুনরায় নিজেকে নিযুক্ত করতে আবারো কাজে যোগ দান করে। করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের হাসপাতালগুলো যা পুলিশের দ্বারা পরিচালিত তা দ্রুত উন্নত ও মানসম্মত চিকিৎসা ও সেবায় সুস্থতার হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে।বর্তমান মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত সহকর্মী হারানোর শোককে শক্তিতে পরিণত করে দেশ সেবার দৃপ্ত শপথ বুকে ধারণ করে কাজ করে যাচ্ছে পুলিশ”।এছাড়া, “দেশে বিগত ২৪ ঘণ্টায় আরো ৪২ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা ভাইরাস (কোভিড-১৯)। এরই ধারাবাহিকতায় করোনা ভাইরাসটিতে মোট ১,৯৬৮ জনের মৃত্যু হয়েছে এবং একই সাথে করোনা ভাইরাস আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরো ৩,১১৪ জন। ফলে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১,৫৬,৩৯১ জন”।