[english_date] | [bangla_day]

চট্টগ্রাম বোর্ডে পুনঃনিরীক্ষণে আরও ৬৪ জন পেল জিপিএ-৫

চিটাগাং মেইল : চট্টগ্রাম শিক্ষা বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে নতুন করে আরও জিপিএ-৫ পেয়েছে ৬৪ জন পরীক্ষার্থী। এছাড়া পাস করেছে ৪১ পরীক্ষার্থী।

মঙ্গলবার (৩০ জুন) পুনঃনিরীক্ষণের এ ফলাফল ঘোষণা করা হয়।

শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ বলেন, ২০ হাজার ৫৫০ জন পরীক্ষার্থীর ফল পুনঃনিরীক্ষণের আবেদন যাচাই-বাছাইয়ের পর ৬০৯ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। মোট ৫২ হাজার ২৪৬টি উত্তরপত্রের মধ্যে নাম্বার পরিবর্তন হয়েছে এক হাজার ২৩৫টি।Info Chittagogng

তিনি বলেন, অকৃতকার্য থেকে পাস করেছে ৪১ জন। এছাড়া গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ ৫ পেয়েছে ৬৩জন। গ্রেড পরিবর্তন হয়েছে ৪১৯জন। অকৃতকার্যদের মধ্যে থেকে জিপিএ ৫ পেয়েছে ১ জন।

প্রসঙ্গত, চলতি বছরের ৩১ মে সারাদেশে একযোগে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর চট্টগ্রাম বোর্ডের ১৯৬টি কেন্দ্রে ১ লাখ ৪৩ হাজার ৮২৩ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। তারমধ্যে পাস করেছে ১ লাখ ২১ হাজার ৮৮৮ জন । এর মধ্যে ছাত্র ৫৫ হাজার ৮৩৯ জন এবং ছাত্রী ৬৬ হাজার ৪৯ জন। পাশের হার ৮৪.৭৫ শতাংশ যা আগের বছরের তুলনায় ৬.৭৭ শতাংশ বেশি। বিজ্ঞানে পাসের হার ৯২.২৩ শতাংশ ব্যবসায়ে পাসের হার ৮৮.৬৭ এবং মানবিকে পাসের হার ৭৫.৮৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৮ জন। তারমধ্যে ছাত্র ৪ হাজার ২৪৫ জন এবং ছাত্রী ৪ হাজার ৭৬৩ জন।

পরীক্ষার ফলাফল প্রকাশের পর ২০ হাজার ৫৫০ জন পরীক্ষার্থী মোট ৫২ হাজার ২৪৬ উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেন। পুনঃনিরীক্ষণের পর চট্টগ্রাম শিক্ষা বোর্ডে মোট জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৭২ জন।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়