[english_date] | [bangla_day]

চকবাজার গুলজার টাওয়ারে সাড়ে ৩২ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া

চিটাগাং মেইল : ৭ মাসে সাড়ে ৩২ লাখ বিদ্যুৎ বিল বকেয়া থাকায় নগরের গুলজার টাওয়ারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একই সঙ্গে ৪ মাসে সাড়ে ১১ লাখ টাকা বকেয়া থাকায় চকবাজারের একটি বিপণি বিতান ও ফ্ল্যাট বাড়ির সংযোগ বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ বিতরণ বিভাগ।

রোববার (২৮ জুন) এ অভিযান পরিচালনা করা হয়।Info Chittagogng

কাজীর দেউড়ির বিদ্যুৎ বিতরণ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী উজ্জ্বল কুমার মোহন্ত বলেন, ৭ মাসের বিদ্যুৎ বিল বকেয়া থাকায় গুলজার টাওয়ারে নোটিশ দিয়ে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ৪ মাসের বকেয়া থাকায় নগরের চকবাজার মোড়ের সুবসতি সৈয়দ সেন্টার বিপনি-বিতান ও অ্যাপার্টমেন্টের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

‘গুলজার টাওয়ারে সাড়ে ৩২ লাখ, সুবসতি সৈয়দ সেন্টার বিপনি-বিতান ও অ্যাপার্টমেন্টের সাড়ে ১১ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া।’

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের প্রধান প্রকৌশলী শামসুল আলম বলেন, এখনও পর্যন্ত গুলজার টাওয়ার থেকে কেউ যোগাযোগ করেনি। মূলত নোটিশ দেওয়ার পরও টাকা পরিশোধ না করায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়