কুতুবদিয়া প্রতিনিধি: লেমশীখালী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম দলীয় শৃংখলা ভঙ্গের কারণে কুতুবদিয়া উপজেলা আ’লীগ গত ২৩জুন দলীয় কার্যালয়ে জরুরী বৈঠকের মাধ্যমে সকলের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে তাকে সাময়িক বহিস্কার করে এবং তাকে দলীয় শৃংখলা ভঙ্গের বিষয়ে নোটিশ প্রদান করে। আগামী ১৫দিনের মধ্যে নোটিশের জবাব দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।
অত্যচার, নির্যাতন,ক্ষমতার অপব্যবহার, দরিদ্র জনগোষ্ঠির জমি দখল, চাঁদাবাজি, প্রধানমন্ত্রীর উপহারের টাকা আত্মসাৎ,কুতুবদিয়া আদালতের সিআর ৩৬২/১৮ নং মামলার তিন বছরের সাজাপ্রাপ্ত আসামী,ইউনিয়ন আ’লীগের সভাপতি রফিক সিকদার,উপজেলা আ’লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবরের ব্যাপারে মিথ্যা ভিত্তিহীন স্ট্যাটাসসহ বিভিন্ন অপরাধের কারণে তাকে কুতুবদিয়া উপজেলা আ’লীগ থেকে সাময়িক বহিস্কার করে।
এ খবর পেয়ে লেমশীখালী চৌমুহনী,ধূপীপাড়া মার্কেট, ধুরুং বাজার এলাকার লোকজন খুশি হয়ে মিষ্টি বিতরণ করে। লেমশীখালী চৌমুহনী বাজারের সভাপতি মাহামুদুল করিম মিষ্টি বিতরণের বিষয় নিশ্চিত করেন।
এ ছাড়াও স্থানীয় আ’লীগ নেতাকর্মীরা তার ক্ষমতার অপব্যবহারে নির্যাতিত লোকজন অতিষ্ঠ ছিল। তার বহিস্কারের খবর পেয়ে নির্যাতিত ব্যক্তিরা মহল্লায় মহল্লায় মিষ্টি বিতরণ করার খবর পাওয়া গেছে এবং এলাকায় স্বস্তি ফিরে এসেছে।