লামা প্রতিনিধিঃ লামা উপজেলা পরিষদের উদ্যোগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রলয়ের মাননীয় মন্ত্রী বাবু বীর বাহাদুর উশৈসিং (এম.পি) মহোদয়ের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও খতমে কোরআনের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার ৯ জুন বিকাল ৩টায় লামা উপজেলা পরিষদের হলরুমে এই দোয়া মাহফিল অনুষ্ঠান হয়।
গত ৬ তারিখ শনিবার করোনা রিপোর্ট পজেটিভ আসে। তারপর ৭ জুন রোজ রবিবার সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি কে ঢাকা সামরিক হাসপাতাল সিএমএইচে ভর্তি করেন।
এরপর থেকে বান্দরবানের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীরা রোগ মুক্তির জন্য দোয়া মাহফিল আয়োজন করেন ঠিক তারই ধারাবাহিকতা লামা উপজেলা পরিষদের উদ্যোগে আজ এই দোয়া ও খতমে কোরআন আয়োজন করেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা জামাল।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা জামাল, উপজেলা নির্বাহী অফিসার নূর এ জান্নাত রুমি, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহেদ উদ্দিন, সহকারি কমিশনার (ভূমি) সুবল চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা সানজিদা বিনতে সালাম, লামা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানসহ উপজেলার সরকারী কর্মকর্তা,ও বিভিন্ন মসজিদের ইমাম, সাংবাদিকবৃন্দ ও আওয়ামীলীগসহ সহযোগীসংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিল ও খতমে কোরআন পরিচালনা করেন লামা উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা আজিজুর রহমান।