[english_date] | [bangla_day]

লামা উপজেলাকে রেড জোন ঘোষণা

লামা প্রতিনিধিঃ বান্দরবান জেলার তিনটি উপজেলাকে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। তারমধ্যে লামা উপজেলা ও এই রেড জোন তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে।

লামা, আলিকদম ও নাইক্ষ্যংছড়ি এই তিনটি উপজেলাকে রেড জোন হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

শনিবার (৬ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া তালিকা থেকে এই তথ্য জানা গেছে।

এই বিষয়ে আরো জানা যায়, রেড জোন এলাকায় সকল প্রকার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, ও রাজনৈতিক গণসমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। সকলে নিজ নিজ বাড়িতে আবশ্যিকভাবে অবস্থান করবে। নিত্য প্রয়োজনীয় পণ্য বহনকারী যানবাহন রাত ৮টা হতে সকাল ৮টা পর্যন্ত চলাচল করতে পারবে।

ফার্মেসী ছাড়া অন্যান্য দোকান, বাজার, হাট বন্ধ থাকবে। কেবলমাত্র রবিবার ও বৃহস্পতিবার সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত সীমিত আকারে স্বাস্থ্যবিধি নিয়ম মেনে কাঁচা বাজার ও মুদির দোকান খোলা রাখা যাবে।

এর সাথে করোনায় মোকাবেলা ও জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সীমিত আকারে খোলা থাকবে।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়