[english_date] | [bangla_day]

হাজারী গলিতে ম্যাজিস্ট্রেটের অভিযান, ৩০ ফার্মেসিকে মামলা

নিজস্ব প্রতিবেদক: করোনার চিকিৎসাসহ সব ধরণের ওষুধ মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে এবার অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে ৩০ টি ফার্মেসি মালিকের বিরুদ্ধে ৩০ টি মামলা দায়ের ও প্রায় ১০ লাখ ৯৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ৩০ টি ফার্মেসি থেকে প্রায় ১৫ লাখ টাকার ভেজাল ওষুধ জব্দ করা হয়।

রোববার (৭ জুন) দুপুরে নগরীর হাজারী গলিতে ওষুধ প্রশাসন, র‌্যাব ও পুলিশকে সাথে নিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ অভিযান পরিচালনা করেন।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক জানান, জেলা প্রশাসক ইলিয়াস হোসেনের নির্দেশে হাজারী গলিতে অভিযান চালানো হয়। এ সময় কৃত্রিম সংকট সৃষ্টি করে ওষুধের মজুদ ও বেশি মূল্যে ওষুধ বিক্রি করায় ৩০ টি ফার্মেসী মালিকের বিরুদ্ধে মামলা ও প্রায় ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসব ফার্মেসি থেকে ১৫ লাখ টাকার ভেজাল ওষুধ জব্দ করা হয়েছে।

ওমর ফারুক বলেন, ‘অভিযানে যাতে কোনো ধরণের প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সে জন্য র্যাব, পুলিশ ও ওষুধ প্রশাসনের কর্মকর্তাদেরও রাখা হয়। এ অভিযান চলমান থাকবে।’

উল্লেখ্য, গত ৫ ও ৬ জুন কোতোয়ালি থানা পুলিশ ও র‌্যাব হাজারী গলি ও পতেঙ্গা -ইপিজেড অভিযান চালিয়ে ৪ জন ফার্মেসী মালিকসহ ৫ জনকে গ্রেফতার করেন।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়