চিটাগাং মেইল : বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের চট্টগ্রাম দক্ষিন জেলা শাখার সাংবাদিকদের আইনী সহায়তা দিতে তিনজন বিজ্ঞ আইনজীবি মনোনীত করা হয়েছে।
৫ই জুন শুক্রবার কেন্দ্রীয় কমিটির সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর চট্টগ্রাম দক্ষিন জেলা শাখার সভাপতি আব্দুল হাকিম রানা ও সাধারণ সম্পাদক কাইছার ইকবাল চৌধুরীর সুপারিশক্রমে এই তিন বিজ্ঞ আইনজীবিকে চুড়ান্ত মনোনীত করেন।
বিজ্ঞ আইনজীবিরা হলেন যথাক্রমে:
এডভোকেট দেলোয়ার হোসেন
(এমএ, এলএলবি) ও এডিশনাল পিপি,
চট্টগ্রাম জেলা জজ্ আদালত,
চেম্বার- এনেক্স ভবন- ০১, রুম নং-৫১৫(৫ম তলা), কোর্ট হিল, চট্টগ্রাম।
মোবাইল: ০১৮১৯-১৭৩২২৬,
ইমেইল- [email protected]
এডভোকেট কামরুন নাহার
বিএ, বিএড, এলএলবি, নোটারী পাবলিক(সমগ্র বাংলাদেশ)
চট্টগ্রাম জেলা জজ্ আদালত।
চেম্বার: রুম নং- ৮/৭ (নিচ তলা), আইনজীবী ভবন, কোর্টহিল, চট্টগ্রাম।
মোবাইল : ০১৮৫৫-১৮৬৩৮৬
ইমেইল- [email protected]
এবং ,
এডভোকেট ইসহাক আহমদ
এলএলবি (অনার্স), এলএলএম (মাস্টার্স)।
জেলা ও দায়রা জজ আদালত, চট্টগ্রাম।
চেম্বার: রুম নং- ৭৭(৩য় তলা), আইনজীবী ভবন, কোর্টহিল, কোতোয়ালি, চট্টগ্রাম।
মোবাইল : ০১৮১৫- ৬১৪২৭৫
ইমেইল : [email protected]।
বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।