[english_date] | [bangla_day]

করোনা ‘সন্দেহে’ হাসপাতালে ভর্তি সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম

ডেস্ক রিপোর্ট: করোনা ‘সন্দেহে’ সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। রাতেই তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১ জুন) সকালে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি ভর্তি হন বলে নিশ্চিত করেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

ডা. মহিউদ্দিন আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন মোহাম্মদ নাসিম। করোনার উপসর্গ থাকায় নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

তবে এর মধ্যে শ্বাসকষ্ট হওয়ায় তাকে সিএমএইচে নেওয়া হবে। তার শারীরিক অবস্থার কথা প্রধানমন্ত্রীকে জানানোর পর প্রধানমন্ত্রী তাকে রাতের মধ্যেই সিএমএইচে নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানান বিপ্লব বড়ুয়া।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়