[english_date] | [bangla_day]

রাঙ্গুনিয়ায় চোলাই মদসহ মাদক ব্যবসায়ী আটক

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়ায় ২০লিটার চোলাই মদ সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছ রাঙ্গুনিয়া থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৩১মে) দক্ষিণ রাজানগর ইউনিয়নের ইউনুচ পাড়া এলাকা হতে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির নাম নান্টু দাশ(৪০)। সে উত্তর পারুয়ার ১নং ওয়ার্ড দাশপাড়ার মৃত ব্রজেন্দ্র দাশের পুত্র। একই দিনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) এর টেবিল ২৪(খ) ধারায় মামলা দেখিয়ে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইসমাঈল হোসেন জুয়েল বলেন, মাদক বেচাকেনা করছে গোপন সংবাদে রবিবার(৩১মে) সকাল ৮টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছে ২০লিটার চোলাই মদ পাওয়া যায়। সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একটি মাদক মামলা সহ বিভিন্ন অসামাজিক কাজের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়