ডেস্ক রিপোর্ট: সরকার ঘোষিত দীর্ঘ দুই মাসের সাধারণ ছুটি শেষ হচ্ছে রবিবার (৩১ মে)। ছুটি শেষ হওয়ায় কর্মস্থলে যোগ দিতে পরিবার পরিজন নিয়ে হাজার হাজার মানুষ ফিরছেন ঢাকায়। শনিবার (৩০ মে) সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা এলাকায় দেখা গেছে মানুষের জনস্রোত। স্বাস্থ্যবিধির ন্যুনতম বালাই নেই কারো মাঝেই।
এবিষয়ে যাত্রীদের অভিযোগ, গণপরিবহন আগে না খুলে সাধারণ ছুটি শেষ ঘোষণা করায় ভোগান্তির মাত্রা কয়েকগুন বেড়ে গেছে। গণপরিবহন বন্ধ থাকার সুযোগে কয়েকগুণ বাড়তি ভাড়া নিচ্ছে ভাড়ায় চালিত নিজস্ব পরিবহন চালকরা। ধারণ ক্ষমতার অধিক যাত্রী বহন করায় চরম স্বাস্থ্য ঝুঁকি মাথায় নিয়েই জীবন-জীবিকার তাগিদে ঢাকায় ফিরতে হচ্ছে বলে জানিয়েছেন ঢাকায় ফেরা মানুষগুলি।
সরেজমিনে লক্ষ করা গেছে, এদের মধ্যে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ ও দিন আনি দিন খাই শ্রমজীবী মানুষেরা। কিছুটা আর্থিক সংগতিতে থাকা মানুষেরা প্রাইভেটকার ও মাইক্রোবাসে যাতায়াত করলেও আর্থিক অসংগতিতে পড়া মানুষগুলি ট্রাক, খোলা পিকআপ, সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশায় জীবনের ঝুঁকি নিয়ে গন্তব্যে পাড়ি দিচ্ছেন।