[english_date] | [bangla_day]

রাঙ্গামাটিতে পিসিআর ল্যাব, আইসিইউ স্থাপনের দাবি এমপির

চিটাগাং মেইল: রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পিসিআর ল্যাব, আইসিইউ ও কিডনী ডায়ালোসিস করার যন্ত্র স্থাপনের জোর দাবি জানিয়েছেন, রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার। শুক্রবার (২৯ মে) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত করোনা ভাইরাস ব্যবস্থাপনা, ত্রাণ কাযক্রম পরিচালনা এবং জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি তত্ত্বাবধান ও পরিবীক্ষণ সংক্রান্ত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দীপংকর তালুকদার বলেন, রাঙ্গামাটির সকল উপজেলার দুর্গম এলাকাগুলো ত্রাণ সহায়তায় প্রদান করা হয়েছে। এই ত্রাণ সহায়তা আগামী দিন গুলোতেও অব্যাহত থাকবে। সভায় বাংলাদেশ অনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) পবন চৌধুরী বলেন, পিসিআর মেশিন স্থাপনের বিষয়ে রাঙ্গামাটির মানুষের যে দাবী তা সরকার অবশ্যই পূরণ করবে। সরকার অবশ্যই জনগণের পাশে আছে, শুধু চাইতে জানতে হবে।ভেন্টিলেটর মেশিন স্থাপনের বিষয়ে তিনি বলেন, ভেন্টিলেটর মেশিন স্থাপনের ব্যবস্থা থাকলে তিনি ব্যক্তিগত ভাবে তা ব্যবস্থা করে দিবেন বলে আশ্বাস দেন।

এসময় সভায় উপস্থিত ছিলেন,রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, ডিজিএফআই’র কর্ণেল জিএস কর্ণেল মোঃ ইমরান ইবনে এ রউফ, রাঙ্গামাটি জোন কমান্ডার লেঃ কর্ণেল রফিকুল ইসলাম, রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মোঃ আলমগীর কবির, রাঙামাটি সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা, রাঙ্গামাটি পৌর মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রতিনিধিগণ।

সভা শেষে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের জন্য ১০০ পিস এন ৯৫ মাস্ক বিতরণ করেন বাংলাদেশ অনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) পবন চৌধুরী।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়