[english_date] | [bangla_day]

দেশি এই ওষুধ ৮ দিন ব্যবহারে ৩০ করোনা রোগীর ২৮ জনই সুস্থ

ডেস্ক রিপোর্ট: দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে আশার আলো দেখাচ্ছে দেশে তৈরি ওষধ ফেভিপিরাভি। মাত্র ৮ দিন ব্যবহারে ৩০ জন করোনা রোগীর ২৮ জনই সুস্থ হয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে করোনা বিষয়ে অভিজ্ঞতা বিনিময়কালে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রধান চিকিৎসা মেজর জেনারেল আজিজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এরইমধ্যে বিএমআরসি এবং ওষুধ প্রশাসন কর্তৃক অনুমোদিত প্রটোকল দিয়ে ক্লিনিক্যাল ট্রায়াল করা হয়েছে। যেখানে ৩০ জন করোনা আক্রান্ত এয়ার ফোর্সের মিশনগামী অফিসারদের ফেভিপিরাভি খাওয়ানোর আট দিনের মধ্যে ২৮ জনের নেগেটিভ ফল এসেছে।

তিনি আরো বলেন, সশস্ত্র বাহিনী করোনা চিকিৎসায় প্রথম এই ফেভিপিরাভি ব্যবহার শুরু করে। এ ওষুধ আশার আলো দেখাচ্ছে জানিয়ে তিনি বলেন, এই ওষুধ ৯১.৬ শতাংশ পর্যন্ত কাজ করছে। করোনাকে ভয় নয়, নিয়ম মেনে চিকিৎসা নিলে এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়