[english_date] | [bangla_day]

রোববার থেকে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান খোলা

ডেস্ক রিপোর্ট: করোনা ভাইরাস মহামারীর মধ্যে ঘরে থাকার মেয়াদ আর না বাড়িয়ে আগামী ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে আজ বৃহস্পতিবার (২৮ মে) একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সকল সরকারি/আধা সরকারি/ স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস নিজ ব্যবস্থাপনায় সীমিত পরিসরে খোলা থাকবে। ঝুঁকিপূর্ণ ব্যক্তি, অসুস্থ কর্মচারী ও সন্তান সম্ভবা নারীগণ কর্মস্থলে উপস্থিত হওয়া থেকে বিরত থাকবে। এ ক্ষেত্র সব কর্মচারীদের ১৩ দফা স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জরুরি সভা ছাড়া সব সভা অনলাইনে করার নির্দেশ দেয়া হয়। এ সময়ে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।

এদিকে এই সব স্বাস্থ্যসেবা জনিত নিষেধাজ্ঞা ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত কার্যকর থাকবে। এ সময়ে এক জেলা থেকে অন্য জেলায় কেউ যাতায়াত করতে পারবেন না। রাত ৮ টা থেকে সকাল ৬টা পর্যন্ত জরুরী প্রয়োজন ছাড়া কেউ বাসা থেকে বের হতে পারবে না। শপিংমল হাট বাজার বিকেল ৪ টার মধ্যে বন্ধ করতে হবে। জরুরি পরিসেবা চালু থাকবে।

এ সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও ক্লাস চলবে অনলাইনে। ব্যাংক চালুর বিষয়ে নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক। নৌ-সড়ক পথে সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। বিমান কর্তৃপক্ষ বিমান চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেবে। বন্ধ থাকবে সব ধরণের সভা সমাবেশ।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়