ডেক্স রিপোর্টঃ লাফিয়ে লাফিয়ে বাড়ছে করনা আক্রান্তের সংখ্যা। নতুন সংযোজিত সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল হসপিটাল সহ দেশের মোট ৪৯টি ল্যাবে ২৮ মে’র ৯২৬৭টি পরীক্ষা রিপোর্ট ও ২৭মে’র আংশিক সহ মোট ৯৩১০টি পরিক্ষা রিপোর্টে নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে২০২৯ জন এই নিয়ে সারাদেশে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে মোট ৪৩২১জন।
গত২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়িফিরেছে ৫০০জন এই নিয়ে সুস্থের সংখ্যা দাঁড়ালো ৮৪২৫জনে।মৃত্যু হয়েছে ১৫ জনের এই নিয়ে মৃতের সংখ্যা ছাড়ালো ৫৫৯জনে