[english_date] | [bangla_day]

লামা ধুইল্যাপাড়া মসজিদের বাকী কাজের জন্য সহযোগিতার আহবান।

বান্দরবান জেলার লামা উপজেলাস্থ সরই ইউনিয়নে
নির্মিতব্য ধুইল্যাপাড়া মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসার অসমাপ্ত কাজ শেষ করার জন্য দেশ- বিদেশে অবস্থানরত সকলের কাছে সাহায্যের আহবান জানিয়েছে এলাকাবাসী ও মসজিদ কমিটির পক্ষে-মোহাম্মদ জসিম উদ্দিন
মোবাইল – ০১৮৩৭৫৮৬২৬৩

মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসা’র প্রতিষ্টতা জসিম উদ্দিন জানান ,এই মসজিদের নির্মাণ কাজ এতটুকু অগ্রসর হওয়ার ক্ষেত্রে দেশি ও প্রবাসী ভাইদের প্রচুর সহযোগিতা রয়েছে । আগামীতে আরো সহযোগিতার প্রত্যাশা রাখছি।

এই মসজিদ ও মাদ্রাসায় এখনো যে সব কাজ বাকি আছে তার বর্ণনাঃ
মসজিদের মেঝে,সিলিং, চারপাশে ওয়াল, অযু খানা, টয়লেট ও প্রস্রাব খানা নির্মাণ।
তৎপর আলাদা একটি ফোরকানিয়া মাদরাসা ও একটি হেফজ খানা নির্মাণ।

প্রেস বিজ্ঞপ্তি

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়