মেইল ডেক্সঃ চারিদিকে চলছে মৃত্যুর মিছিল, এর মধ্যে ঈদ। আর এই ঈদে রাজধানীর বিভিন্ন অবকাশ যাপন কেন্দ্রে দেখা গেছে মানুষের উপচে পড়া ভিড়। বেশিরভাগ মানুষের মুখে ছিলনা মাস্ক। এই দৃশ্য রাজধানীর হাতিরঝিল সহ বিভিন্ন বিনোদন ও অবকাশ কেন্দ্রে দেখা যায় এই দৃশ্য। সকালের দিকে সেনাবাহিনীর ধাওয়া খেয়ে সবাই চলে গেলেও বিকেলে দেখা যায় একই দৃশ্য। উল্লেখ্য যে দেশে করোনা আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড ১৯৭৫ হয়েছে আজ। এই পর্যন্ত মৃত্যুবরণ করেছে ৫০১ জন। এই অবস্থায় যেখানে ঘরে থাকায় সব চেয়ে জরুরি সেখানে মানুষ বিভিন্ন অজুহাতে ঘর থেকে বের হচ্ছে। মাস্ক না পড়ারও রয়েছে নানা অজুহাত। করোনা প্রাদুর্ভাব মোকাবেলায় সবার সম্মিলিত প্রচেষ্টা ও মানুষের সচেতনতা দরকার।
মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি, ঘরে থাকা, সামাজিক দূরত্ব বজায় রাখা ইত্যাদি কথা বারবার বলা হলেও মানছেনা মানুষ।