[english_date] | [bangla_day]

নিজের শপিংয়ের টাকা গরীব মানুষদের দিচ্ছেন তাসকিন

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে প্রতিদিনই ব্যাপক হারে বাড়ছে করোনা রোগী। এতকিছুর পরও থেমে নেই মানুষের ঈদের কেনাকাটা। তবে এসব থেকে ব্যতিক্রম বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলার তাসকিন আহমেদ। নিজের ঈদ শপিংয়ের টাকা গরীব মানুষদের দান করেছেন তিনি। এছাড়া অসহায় মানুষদের কথা ভেবে এবার ঈদের জন্য বাড়িতে আলাদা কোন আয়োজন রাখছেন না এই ক্রিকেটার।

এ ব্যাপারে তাসকিন বলেন, ‘প্রতিবার ঈদ আমাদের জন্য আনন্দের জোয়ার নিয়ে আসে। পরিবার, আত্মীয়-স্বজনসহ সবার জন্য কত কিছু কিনি। কত আয়োজন থাকে। এবার কিছুই করছি না। কীভাবে করবো? মানুষই তো বিপদে। আমি এবার কিছুই কিনিনি। এটাতো জানেন পরিবারের মেয়েদের কেনাকাটার শখ একটু বেশিই থাকে। আমি সবাইকে বলেছি এবার যেন সেটা না করে। আমাদের যে যাকাতের ও শপিংয়ের টাকা, সেটি মিলিয়ে গরীব মানুষকে দিচ্ছি।’

এদিকে করোনার প্রাদুর্ভাব বাড়লেও এক শ্রেণির মানুষ প্রয়োজন ছাড়াই বাসা থেকে বের হচ্ছেন। অনেকে আবার ঈদের কেনাকাটা করতে যাচ্ছেন মার্কেটে। এসব দেখে রীতিমত আতংকিত তাসকিন। তিনি বলেন, ‘গোটা বিশ্বে মহামারি চলছে। আমাদের দেশেও তো আক্রান্ত ও মৃতের সংখ্যা কমছে না। এরপরও যারা অকারণে বাইরে যাচ্ছেন, ঈদের কেনাকাটা করছেন তাদের জন্য ভয় হয়। আপনারা ভাবেন তো, এভাবে যে ঈদে রঙিন পোশাক কিনছেন, সেটা যদি শেষ পর্যন্ত সাদা হয়ে যায় কি করবেন?’

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়