মেইল ডেক্সঃ‘উল্লাস’ এই সংগঠনটির যাত্রা শুরু হয় ২০১২ সালে।উদ্দেশ্য ছিল সামাজিক উন্নয়নের কাজে নিয়োজিত করা।কয়েকজন তরুণ মিলে সংগঠনটির শুরু হলেও আজ বিশাল এক পরিবারে পরিণত হয়েছে তারা। লক্ষ্য তাদের অটুট। মানবতার সেবায় নিজেদের বিলিয়ে দেওয়া।
বর্তমানে আমাদের দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মহামারী আকারে ছড়িয়ে গিয়েছে। সেই সাথে বাড়ছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের কষ্টের আর্তনাদ। জীবিকা তাদের একদমই বন্ধ।এরই মধ্যে উল্লাস টিমের সদস্যবৃন্দ হাতে নিয়েছে কয়েকটি প্রজেক্ট। লকডাউনে যখন পুরো দেশ স্থবির,মানুষের আয় রোজগার বন্ধ তখনই তারা সমাজের বিত্তবানদের সহায়তায় খেটে খাওয়া মেহনতি মানুষদের হাতে তুলে দেয় উপহার সামগ্রী। এরপরেই আসে সিয়াম সাধনার মাস রমজান।
রমজান মাসে আরেকটি প্রজেক্ট হাতে নেয় এবং সেই প্রজেক্টের হাত ধরে তারা সমাজের বিত্তবানদের সহায়তায় সকলের ঘরে ঘরে রাতের অন্ধকারে তুলে দিয়ে আসে তাদের উপহার সামগ্রী।
বর্তমানে তারা ইফতার সামগ্রী বিতরণে কাজ করে যাচ্ছে যা চলবে চাঁদরাত পর্যন্ত।
করোনার এমন প্রাদুর্ভাবেও উল্লাস টিমের প্রত্যেকটি সদস্য করে যাচ্ছে অক্লান্ত পরিশ্রম। মেহনতি মানুষদের মুখের হাসিই হলো তাদের অর্জন যা সফল করার জন্যে তারা দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। সামনেও তাদের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে উল্লাসে র সদস্যরা।