[english_date] | [bangla_day]

ঈদের ছুটিতে আইন অমান্য করে পর্যটনকেন্দ্রে গেলেই ব্যবস্থা : সিএমপি

চিটাগাং মেইল: করোনা ভাইরাসের সংক্রমণ ও বিস্তার প্রতিরোধের লক্ষ্যে ঈদের ছুটিতে চট্টগ্রাম মহানগর এলাকার পতেঙ্গা সী বিচ, পারকি বিচ, ফয়েসলেক সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের সমাগম না করতে অনুরোধ জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়।

বৃহস্পতিবার (২১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তি তে এ সিদ্ধান্তের কথা জানায় সিএমপি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাসের সংক্রমণ ও বিস্তার প্রতিরোধের লক্ষ্যে চট্টগ্রাম মহানগর এলাকার পতেঙ্গা সী বিচ, পারকি বিচ, ফয়েসলেক সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের সমাগম নিষিদ্ধকরন সংক্রান্তে গত ১৮ মার্চ সিএমপি কর্তৃক জারিকৃত নিষেধাজ্ঞা এখনও বহাল আছে।

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কোন দর্শনার্থী যেন নগরীর কোন পর্যটন কেন্দ্রে সমাগম না করেন সেই জন্য নগরবাসীর প্রতি বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

অত্র নিষেধাজ্ঞা কেউ অমান্য করলে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়