এ বি এম তামিমঃ লাখো ছাত্র/ছাত্রী, শুভাকাঙ্ক্ষী, ভক্তদের শোকের সাগরে ভাসিয়ে চলে গেলেন আধ্যাত্মিক জগতের স্বপ্ন পুরুষ, মহান সাধক বায়তুশ শরফের দরবারের সম্মানিত পীর সাহেব হুজুর কেবলা শাহসূফি আলহাজ্ব আল্লামা কুতবুদ্দিন( রহ)। তিনি আজ দুপুর ২.৩০ টায় ঢাকার একটি প্রাইভেট হসপিটালে নিউমোনিয়া,শ্বাসকষ্ট, ড়ায়েবিটিস ও হার্ট এ্যাটাক করে ইন্তেকাল করেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
উল্লেখ্য যে উনার করোনা রিপোর্ট নেগেটিভ আসছে।
উনার মৃত্যুর সংবাদে, পরিবার, এলাকা ও বায়তুশ শরফ পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।