[english_date] | [bangla_day]

সুদিনের প্রত্যাশা —আলাউদ্দিন কবির

 

যদি একদিন বাঁচি,যদি বাঁচি আমি শুধু একটি প্রহর
করোনাকহর ভুলে গড়ে যাবো এক ভালোবাসার শহর
যদি করোনায় আসে চিরবিদায়ের শাশ্বত পরোয়ানা
চিকিৎসাবিদ্যাকে ক্ষমা করে দিয়ে হবো মৃত্যুপ্রাণনা !

পালানোর কথা ভুলে লিখে যাবো আমি সবশেষের কবিতা
পৃথিবীর পথে-পথে কুঁড়িয়ে পাওয়া যতো যাপনের কবিতা
শেষের সে কবিতায় গেয়ে যাবো আমি জীবনের জয়োগান
যে গানে জাগবে ফের করোনাত্রস্ত কোটি-কোটি মৃত প্রাণ।

যদি বেঁচে যাই আমি, বেঁচে থাকি যদি এই করোনার পরে
পৃথিবীর ঘরে-ঘরে পাঠাবোই চিঠি কবিতার অক্ষরে-
ভয় নয়, ভীতি নয়, আতংক নয়; জীবন মানেই আশা
মহামারী দিনশেষে খোদার জমিনে সুদিনের প্রত্যাশা।

১৪-০৫-২০২০

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়