যদি একদিন বাঁচি,যদি বাঁচি আমি শুধু একটি প্রহর
করোনাকহর ভুলে গড়ে যাবো এক ভালোবাসার শহর
যদি করোনায় আসে চিরবিদায়ের শাশ্বত পরোয়ানা
চিকিৎসাবিদ্যাকে ক্ষমা করে দিয়ে হবো মৃত্যুপ্রাণনা !
পালানোর কথা ভুলে লিখে যাবো আমি সবশেষের কবিতা
পৃথিবীর পথে-পথে কুঁড়িয়ে পাওয়া যতো যাপনের কবিতা
শেষের সে কবিতায় গেয়ে যাবো আমি জীবনের জয়োগান
যে গানে জাগবে ফের করোনাত্রস্ত কোটি-কোটি মৃত প্রাণ।
যদি বেঁচে যাই আমি, বেঁচে থাকি যদি এই করোনার পরে
পৃথিবীর ঘরে-ঘরে পাঠাবোই চিঠি কবিতার অক্ষরে-
ভয় নয়, ভীতি নয়, আতংক নয়; জীবন মানেই আশা
মহামারী দিনশেষে খোদার জমিনে সুদিনের প্রত্যাশা।
১৪-০৫-২০২০