পাঁচলাইশ প্রতিনিধিঃ
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে লকডাউন পরিস্থিতি বিরাজমান থাকায় কর্মহীন অসহায় ক্ষুধার্ত মানুষের কাছে প্রতিনিয়ত ছুটে চলছে ছাত্রলীগের নেতা-কর্মীরা।
এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম মহানগরে ও চলছে সেহরী বিতরণ কার্যক্রম।
চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি মোহাম্মদ নোমান চৌধুরীর নির্দেশে ভাসমান পথচারীদের মাঝে সেহরী বিতরন করেন পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা তোয়াফ চৌধুরী মুন্না
এতে আরো উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা মোহাম্মদ ইয়াছিন বাবু,তৌকির আহম্মেদ,মেহরাজ হোসেন আরমান হোসেন
এই মহামারীতে চট্টগ্রাম মহানগরের আওতাধীন পাঁচলাইশ থানা শাখা ছাত্রলীগের কার্যক্রম ও বিভিন্ন উদ্যোগ ছিলো চোখে পড়ার মতো।
এবার সম্পূর্ণ ব্যতিক্রমী উদ্যোগ নিল তারা। ১৯ই মে (মঙ্গলবার) মাজ রাতে চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন মুরাদপুর এলাকায় ভবঘুরে, ছিন্নমূল, বিভিন্ন নিরাপত্তা কর্মী, রিকশা চালক এবং অন্যান্য অসহায় মানুষের মাঝে সেহরি বিতরণ করে পাঁচলাইশ থানা ছাত্রলীগ।
এ প্রসঙ্গে তিনি বলেন, দেশের দুঃসময়ে সেবা করাই ছাত্রলীগের দায়িত্ব। অতীতে দেশের বিভিন্ন দুযোর্গে ছাত্রলীগের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার দৃষ্টান্ত আছে।মাননীয় প্রধানমন্ত্রী দেশরন্ত শেখ হাসিনার দিকনির্দেশনা বাস্তবায়ন করার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ,চট্টগ্রাম মহানগর শাখা বিভিন্নধরনের কর্মসূচী হাতে নিয়েছে।
তিনি করোনায় স্থবির দেশকে পুনরায় সচল করতে সবাইকে যার যার অবস্থানে থেকে দায়িত্ব পালন করার আহ্বান জানান।