১
করোনা গো করোনা
উহান থেকে এসে তুমি
বাংলা কেনো ছাড়ো না!
২
করোনা গো করোনা
কতো মানুষ খেলে তুমি
শান্তি হবে বলো না!
৩
করোনা গো করোনা
তোমার মেজাজ ঠান্ডা করো
সামনে তবে হেঁটো না!
৪
করোনাকে তুচ্ছ ভেবে
বলছে কথা যারা
তাদের খেলা জমছে দেখে
সরকার দিলেন তাড়া।
৫
করোনা তে খুশি হলো
কিছু চামার দল
চালের বস্তা চুরি করে
এ কী করলি বল!
৬
করোনা কে ধরতে মানা
মুখে মুখে মানি
করোনা তে মরলে তিনি
শহীদ হবে জানি।
৭
করোনা তো বোমা ছাড়া
মানুষ মরার যন্ত্র
করোনা তো বুঝিয়ে দিল
তাঁকে চেনার মন্ত্র।
৮
করোনা তো ঝড়ের বেগে
দেখিয়ে দিল ক্ষমতা
বোধের শাখা খুলতে শেখো
বুঝতে শেখো জনতা।
৯
বিশ্ববাসী আর করো না
যুদ্ধ যুদ্ধ খেলা
এক করোনা চিনে দিলো
মুক্তি নামের ভেলা।
১০
করোনা তো খোদার সৃষ্টি
খোদার হুকুম মানো
ডাকতে জানলে তিনি তবে
মুক্তি দিবেন দানো র।
মোস্তফা হায়দার
সন্দ্বীপ, চট্টগ্রাম।
০১৮১৫১১১৫৭৮