[english_date] | [bangla_day]

থানচিতে “জননী শিক্ষা উন্নয়ন পাঠাগার” এর উদ্দ্যেগে ঈদ উপহার প্রদান

থানচি প্রতিনিধি: একদিকে কোভিড-১৯ অন্যদিকে সম্প্রতি উপজেলা সদরের একমাত্র ব্যাবসায়ী প্রান কেন্দ্র থানচি বাজারে অগ্নিকান্ডে পুড়ে যায় প্রায় তিনশত দোকানপাট। আর কয়দিন পরই মুসলমান সম্প্রদায়ের পবিত্র ঈদুল ফিতর। তাই এই আনন্দ বেদনাকে সামনে রেখে আনন্দকে ভাগাভাগি করতে থানচি সদর টিএনটি পাড়াতে ঈদ উপহার বিতরণ করেছে জননী শিক্ষা উন্নয়ন পাঠাগার,থানচি।

১৭ মে শনিবার বিকাল ২০ জন মুসলিম ও ম্রো সম্প্রদায়ের নিকট এই উপহার সামগ্রী প্রদান করা হয়।

এই বিষয়ে পাঠাগারটির প্রতিষ্ঠাতা পরিচালক থানচির সাংবাদিক শহীদুল ইসলাম বলেন, ২০১৮ সালে সকল সম্প্রদায়ের কাছে শিক্ষা প্রচারের আলোকে বিভিন্ন ধর্মীয় বই পুস্তক সংগ্রহ করে পথ চলা শুরু হয়। উপরোক্ত পাঠাগারের আর তখন থেকে কিছু মানবতাবাদী তাদের সামর্থ্য অনুযায়ী বই খাতা কলম ও নগদ অর্থ দিয়ে সহযোগীতা করেছিলেন। সেই সহযোগীতার অংশ হিসেবে উপহার সামগ্রী বিতরণকার হলো।

তিনি আরো বলেন, মানবতাবাদীদের সহযোগীতা অব্যাহত থাকলে দুর্গমে দুর্জয়ে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

বিতরণ কাজে সার্বিক সহযোগিতা করেন পাঠাগারের টিএনটি পাড়া শীলা শাখার একাংশের পরিচালক শীলা সিকদার, দ্বিতীয় অংশের পরিচালক হামিদা আক্তার মিনা।

উপহার সামগ্রীর মধ্যে ছিলো আধা কেজি সেমাই, ৫০ গ্রাম কিসমিস, আধাকেজি চিনি, ৫টি দিয়াশলাই।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়