বিশেষ প্রতিনিধিঃ
সীতাকুণ্ড ব্লাড ডোনেট গ্রুপ এর প্রতিষ্টাতা ফজল করিম নিজেই একজন করোনা রোগী। আক্রান্ত হয়ে শুয়ে আছেন ফৌজদারহাট বিআইটিআইডি সংযুক্ত আইডিএইচ হাসপাতালে’র আন্তঃবিভাগ ১০৫ নং বেডে। কিন্তু এই মানবতাবাদী তরুণদের কাছে করোনা যেন নিরেট ফুটবল খেলার প্রতিপক্ষ দল মাত্র। করোনায় আক্রান্ত হয়ে নিজেই যখন জীবন মৃত্যুর সন্ধীক্ষণে তখনও সে স্বপ্ন দেখছে সুস্থ হয়ে কিভাবে অন্যদের প্রাজমা দান করে করোনা মুক্ত করা যায়।তার ইচ্ছা সে সুস্থ হয়ে সেচ্ছায় নিজের রক্তের প্লাজমা দান করতেচায় অন্য রোগীদের জন্য
উল্লেখ্য ইতিমধ্যে মার্কিন গবেষকরা ছয়শত মানুষের দেহে প্লাজমা থেরাপি পরীক্ষা করে, যার মধ্যে ৯০% সফল হয়েছেন।করোনাজয়ীদের প্লাজমা দিয়ে হবে এন্টিভাইরাস থেরাপি। মুলত: করোনাজয়ীদের দেহে করোনা প্রতিরোধ অ্যান্টিজেন তৈরি হয়, যা দিয়ে করোনা রোগীদের এই বিশেষ থেরাপি দেওয়া যাবে।
ইতিমধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্লাজমা কালেকশন শুরু করেছেন। ফজল করিম এই প্রতিবেদককে জানান সুস্থ হলে সেচ্ছায় ঢাকা মেডিকেলে প্লাজমা দিতে যাবে সে। তার মতে মানুষ মানুষের জন্য জীবন মানবতার জন্য আমি নিজে নিয়মিত রক্তদাতা এখন আমাদের মত করোনাজয়ীদের প্লাজমা দিয়ে যদি মানুষ ভাল হয় তার জন্য নিজেকে মানসিক ভাবে প্রস্তুত রাখছি।