চান্দগাঁও প্রতিনিধিঃ
নগরীর ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের শ্রমজীবী, কর্মহীন, দুস্থ-অসহায়, দিনমজুর ও খেটে খাওয়া মানুষদের সার্বিক সহযোগিতায় এগিয়ে আসার জন্য ওয়ার্ডের বিভিন্ন সংগঠন, ফাউন্ডেশন ও ধনাঢ্য ব্যক্তিদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব লায়ন এম আশরাফুল আলম। ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডে কর্মরত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে সাবান, মাস্ক ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেন।
১৫ মে ২০২০ শুক্রবার ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাজী শামসুল আলম, এ ইউনিট আওয়ামীলীগের সভাপতি হাফেজ আহমদ, সাধারণ সম্পাদক মো. আলমগীর, বি ইউনিট আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদ আলী খান বাহাদুর, সাধারণ সম্পাদক মো. শাহাজাহান, সি ইউনিট আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. বখতেয়ার, মো. ইসমাইল ও মো. নুর উদ্দিনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
কাউন্সিলর লায়ন এম আশরাফুল আলম আরও বলেন উন্নত দেশগুলোতে দ্রুত করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। এ ভাইরাস প্রতিরোধে অধিকাংশ দেশ হিমশিম খাচ্ছে। সেক্ষেত্রে গরিব দেশ বাংলাদেশ। সঙ্গত কারণে করোনাভাইরাস বাংলাদেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে তা ভয়াবহ রূপ নিতে পারে। তাই এই ভাইরাস ব্যাপকভাবে ছড়ানোর আগেই সচেতনতা বৃদ্ধি করা খুবই প্রয়োজন। এরই মধ্যে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস প্রতিরোধে জাতির উদ্দেশে দিক-নির্দেশনামূলক বিভিন্ন নীতিমালা ও বক্তব্য দিয়েছেন। প্রধানমন্ত্রীর সময়োপযোগী নীতিমালা ও বক্তব্যে জনগণ আন্তরিকভাবে সচেতন হয়েছেন। করোনা ভাইরাসে গৃহবন্দী অসহায়দের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। তিনি ৬নং ওয়ার্ডকে একটি আলোকিত ও নান্দনিক ওয়ার্ড হিসেবে গড়তে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। সেই সাথে ওয়ার্ডবাসী সবাইকে ঘরে থাকতে ও সরকারি নির্দেশনা মেনে চলতে বিশেষভাবে অনুরোধ করেন।