এস এম ওয়াহিদ রনিঃ
ভার্চুয়াল কোর্টের বেড়াজালে পড়ে হিমশিম খেততে হচ্ছে চট্টগ্রামের আইনজীবীদের। করোনা দুর্যোগ চলাকালে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে স্ব-শরীরে কোর্টে হাজির হতে হচ্ছে উনাদের। আইনজীবীরা বলছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষে এবং কারাবন্দি আাসামীদের ন্যায় বিচার পাইয়ে দিতে মহামারী করেনা উপেক্ষা করে স্ব-শরীরে হাজির হয়ে মক্কেলের জামিনের জন্য ম্যানুয়ালি সব ডকুমেন্ট সংগ্রহ করে আদালতের কাছে ভার্চুয়ালি আবেদন করছেন।
আইনজীবীরা বলছেন, ভার্চুয়াল কোর্ট শুধু নামেমাত্র ভার্চুয়াল। তাদের কোর্টে যেতেই হচ্ছে। মামলার কপি সংগ্রহ থেকে শুরু করে ওকালতনামা, বেইলবণ্ড, দরখাস্ত লেখা সব কাজের জন্যই আইনজীবীদের স্ব-শরীরে যেতে হচ্ছে আদালত ভবনে।
উল্লেখ্য যে, দেশে করোনা মহামারী আকার ধারন করায় নিম্ন আদালতসহ সব রকম আদালত বন্ধ করে দেয় সরকার। এতে জামিনযোগ্য মামলায় কারাবন্দি থাকা আাসামিরা দুশ্চিন্তায় পড়েন। মূলত কারাবন্দি থাকা আসামিদের ন্যায় বিচারের স্বার্থে সম্প্রতি ভার্চুয়াল কোর্ট চালু করা হয়।