চট্টবাণী : রাঙ্গামাটিতে প্রথম দফায় ৪ জন করোনা রোগী শনাক্ত হলেও পরে ২য় দফায় তাদের নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। এর একদিনের ব্যবধানে নতুন করে আরও এক নার্সের শরীরের করোনা শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা। মঙ্গলবার (১২ মে ) রাতে এ তথ্য নিশ্চিত করেন তিনি।
বিজ্ঞাপন : করোনা থেকে সুরক্ষা পেতে এটা আপনার দরকার হতে পারে। বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন :
তিনি জানান, নতুন করে করোনা শনাক্ত রোগী একজন নার্স। প্রথম দফায় ৪ জন করোনা রোগীর মধ্যে একজন নার্স ছিলেন। তাঁর সংস্পর্শে ছিলেন বর্তমান করোনা আক্রান্ত এই নার্স। মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে এই তথ্যটি পেয়েছেন বলে তিনি জানান।