[english_date] | [bangla_day]

চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে জীবানুনাশক মেশিন উদ্বোধন করলেন রেজাউল করিম চৌধুরী


চিটাগাং মেইল: চট্টগ্রাম ফিল্ড হসপিটালে জীবাণুনাশক মেশিন স্থাপন করা হয়েছে। জীবাণুনাশক মেশিন স্থাপনাটি উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের মনোনীত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী।

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল এর নির্দেশনা ও বেসরকারি কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজ এর অর্থায়নে সোমবার ১১মে বিকেলে চট্টগ্রামের একমাত্র ফিল্ড হসপিটালের উদ্যোক্তা এবং সিইও ডাক্তার বিদ্যুৎ বড়ুয়ার কাছে এ জীবানুনাশক মেশিনটি হস্তান্তর করেন বেসরকারি কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজ। চেম্বারটি বিদ্যুৎ চালিত। একটি সেন্সরের মাধ্যমে এটি কাজ করবে।

বিজ্ঞাপন : করোনা থেকে সুরক্ষা পেতে এটা আপনার দরকার হতে পারে। বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন :

এতে আরো উপস্থিত ছিলেন ২৫ নং রামপুর ওয়ার্ডের সাবেক কমিশনার আবদুস সবুর লিটন, সাবেক উপ সমাজসেবা সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ এর ফরহাদুল ইসলাম চৌধুরি রিন্টু, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সদস্য মোস্তফা কামাল, যুবলীগ নেতা মামুন উদ্দিন, ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র সংসদের ভিপি ফয়সাল সাব্বির এবং সাধারণ সম্পাদক মীর ইমতিয়াজ, সাইফুল ইসলাম, এম হাসান আলী, কামরুল ইসলাম রাসেল, সহ-সভাপতি,ওমরগণি এমইএস কলেজ, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা সজীব।

উক্ত কার্যক্রমে ফিল্ড হসপিটাল এর দায়িত্বরত কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আরিফ এবং বিপ্লব। জীবানুনাশক টানেলটি প্রস্তুত করেছে স্বনামধন্য ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি অনন্ত ইভেন্টস এন্ড এন্টারটেইনমেন্ট। কোম্পানির স্বত্বাধিকারী আতাউর রহমান অন্তর ও এসময় উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়