চিটাগাং মেইল: করোনা ভাইরাসের প্রাদূর্ভাব শুরুতে সরকারী সকল সূযোগ সুবিধা পাচ্ছিল হতদরিদ্র ও নিন্মবিত্ত পরিবার। কিন্তু মধ্যবিত্ত পরিবার কোনঠাসা হয়ে পড়ে, কারো কাছে চাইতেও পারে না, সরকারের আসা খাদ্য সামগ্রী নিতে লজ্জায় পড়ে। তাই সীতাকুণ্ডে প্রথম মধ্যবিত্তের জন্য গোপনে খাবার পৌছাতে কার্যক্রম শুরুতে করেন রেহান চেয়ারম্যান।
তার দেখা পরে অনেক জনপ্রতিনিধি, প্রশাসন ও সামাজিক সংগঠন গোপনে খাবার পৌছাতে কাজ চালু করেছেন।
তারই ধারাবাহিকতায় আজ বারৈয়াঢালা ইউনিয়নে ৫০০ নেতাকর্মীকে চেয়ারম্যান আলহাজ্ব রেহান উদ্দিনের ব্যক্তিগত উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরের উপহার পাঠানো হয়েছে।
বারৈয়াঢালা ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সহ সকল ইউপি সদস্য ও সকল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি – সম্পাদকদের উপস্থিতিতে এসব উপহার সামগ্রী হস্তান্তর করা হয়েছে।
এছাড়া প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবার সমুহ লকডাউনের আওতায় পড়ে কর্মহীন হয়ে যাওয়ায় সরকারি বেসরকারি ত্রাণ সামগ্রী সঠিক ভাবে বিতরণের পাশাপাশি চেয়ারম্যানের ব্যক্তিগত উদ্যোগে নিম্ন শ্রেণীর ৪৫০ পরিবার ও গোপনে মধ্যবিত্ত প্রায় ২৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন : করোনা থেকে সুরক্ষা পেতে এটা আপনার দরকার হতে পারে। বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন :
এ বিষয়ে বারৈয়াঢালা ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান আলহাজ্ব রেহান উদ্দিন বলেন, দলের কর্মীরা সংগঠনের প্রাণ। বর্তমানে করোনায় কিছু নেতাকর্মী খুবই নাজুক অবস্থায় আছে। তাই আমার ব্যক্তিগত পক্ষ হতে উপহার সামগ্রী পাঠালাম।
তিনি আরো বলেন, বৈশ্বিক করোনায় ইতিমধ্যে করোনায় যেসব ডাক্তার, পুলিশ, সাংবাদিক ও সাধারণ মানুষ মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সরকারী বিধি নিষেধ মেনে চলতে অনুরোধ জানিয়েছেন। সামাজিক দূরত্ব, হোম কোয়ারেন্টিন ও পরিষ্কার পরিচ্ছন্ন জীবন যাপন করতে হবে।