মহামারী করোনা ভাইরাস জীবনযাত্রায় যেমন প্রভাব ফেলেছে, তেমনি প্রভাব ফেলেছে মনোজগতেও। পৃথিবীব্যাপী করোনার সংবাদে কর্মহীন গৃহবন্দী মানুষের দুশ্চিন্তা যেমনি বাড়ছে, তেমনি বাড়ছে অভাব । বিশেষজ্ঞরা বলছেন, এ সময় মানসিক সুরক্ষার জন্য প্রয়োজন, বিশেষ পরিকল্পনার। ইতিবাচক চিন্তা ও ধর্মচর্চার দিকে মনযোগের পরামর্শ তাদের। অদৃশ্য করোনা ভাইরাস পাল্টে দিয়েছে দৈনন্দিন জীবনযাত্রার চালচিত্র। কর্মব্যস্ত কোটি মানুষ এখন কার্যত গৃহবন্দী। প্রতিনিয়ত আক্রান্তের সংখ্যা যেমনি বাড়ছে, তেমনি বাড়ছে দুশ্চিন্তা।
পৃথিবীজুড়ে চলছে লকডাউন। করোনা যেহেতু সীমান্ত চেনে না, বরং সর্বত্র অবাধে বিচরণ করছে,বিশেষজ্ঞরা বলেছন, এর প্রতিকার-প্রতিরোধও কোনো একক দেশের পক্ষে সম্ভব নয়। গোটা পৃথিবী এক হয়ে এর সমাধান খুঁজতে হবে। আমরা একের থেকে অন্যজন দূরত্ব বজায় রাখছি কেবল আবারও এক হওয়ার আশায়। এক দেশ থেকে আরেক দেশের সীমান্ত বন্ধ। তারা বলেন, আমরা ইতালির প্রেসিডেন্টের অসহায় কান্না দেখেছি, দেখেছি তাকে ঊর্ধ্ব আকাশে হাত প্রসারিত করে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকতে, দেখেছি আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীকে মন্ত্রিত্ব ছেড়ে চিকিৎসকের ভূমিকায় অবতীর্ণ হতে, দেখেছি ভারতের আজিম প্রেমজিকে ১ হাজার কোটি রুপি নিয়ে এই দুর্দিনে দুস্থের সেবায় এগিয়ে আসতে।
বিজ্ঞাপন : করোনা থেকে সুরক্ষা পেতে এটা আপনার দরকার হতে পারে। বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন :
এইতো কদিন আগেই পরাশক্তির অধিকারী উন্নত দেশ সমূহ এই প্রতিযোগিতায় আকন্ঠ নিমজ্জিত ছিল যে , কীভাবে মানুষকে এবং মানব সভ্যতাকে ধ্বংস করে দেয়া যায়। দিনবদলের কারিগর মহান আল্লাহ তাঁর কুদরতি প্রক্রিয়ায় এখন আগের সেই দিনগুলোকে সম্পূর্ণ পাল্টে দিয়েছেন। এখন পরাশক্তির অধিকারী উন্নত দেশ সমূহ এই প্রতিযোগিতায় আকন্ঠ নিমজ্জিত যে, কীভাবে মানুষকে ও মাবব সভ্যতাকে টিকিয়ে রাখা যায়। মহান আল্লাহ ইরশাদ করেন যে “তোমাদের যদি আঘাত লেগে থাকে, অনুরূপ আঘাত তো তাদেরও লেগেছে। আর এই দিনগুলোকে আমি মানুষের মধ্যে পর্যায়ক্রমে আবর্তন ঘটিয়ে থাকি, যাতে আল্লাহ মুমিনগণকে জানতে পারেন এবং তোমাদের মধ্য হতে কিছু লোককে শহীদ হিসেবে গ্রহণ করতে পারেন। আর আল্লাহ অত্যাচারীদেরকে ভালবাসেন না।” ( সুরা আলে ইমরান : ১৪০)
জানি, করোনার কারণে আজ আমাদের জীবন অনেকটাই ‘ঘাসের ডগায় একটি শিশির বিন্দুসম!’ তবু আমি অগণিত মহৎ মানুষের বাসস্থান এই পৃথিবীর মায়ায় আবদ্ধ থেকে করোনা সমস্যার ইতিবাচক সমাপ্তির স্বপ্ন দেখি। বিশ্বাস করি যে, বিপদ যতই বড় হোক না কেন, মহান আল্লাহর রহমত তার চেয়ে অনেক বড়।