[english_date] | [bangla_day]

ইফতারে পথচারীদের পাশে পাঁচলাইশ থানা ছাত্রলীগ

পাঁচলাইশ প্রতিনিধিঃ সারা বিশ্ব যখন করোনা ভাইরাসের কারনে নিস্তব্ধ। অদৃশ্য এক শত্রুর সাথে যুদ্ধে নেমেছে গোটা বিশ্ব । তারই ধারাবাহিকতায় করোনার হাত থেকে রেহায় পায়নি বাংলাদেশ ও থেমে নেই এই অদৃশ্য শত্রু করোনার সাথে মোকাবিলা করার জন্য যুদ্ধে নেমেছে বাংলাদেশও।

করোনার প্রাদূর্ভাব যতই বাড়ছে সাধারণ মানুষের অসহায়ত্ব ততই বেড়েই চলছে । কর্মহীন মানুষগুলো পড়ে গিয়েছে পরিবার পরিজন নিয়ে বিপাকে ।

এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম মহানগরেও চলছে ইফতারী বিতরণ কার্যক্রম।
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ নোমান চৌধুরীর নির্দেশে আজ ইফতার বিতরণ করলেন পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা তোয়াফ চৌধুরী মুন্না।
এতে আরো উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা
আসিফ রেজা ইমন , তৌকির আহম্মেদ,মোহাম্মদ ইয়াছিন বাবু,মেহরাজ হোসেন. আরমান হোসেন।
এতে আরো উপস্থিত ছিলেন চাঁদগাও থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম শহিদ,মোহাম্মদ ফরহানুল হক রাকিব,মোহাম্মদ তাসিন ।

তিনি চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ থানাধীন মুরাদপুর মোড় ছিন্নমূল, দুস্থ, নিরাপত্তা কর্মী, রিকশা চালক ও অন্যান্য অসহায় মানুষদের মধ্যে আজ ইফতারী সামগ্রী বিতরণ করেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, থাকবে না কেউ অনাহারে, শেখ হাসিনার সরকারে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরন্ত শেখ হাসিনার দিকনির্দেশনা বাস্তবায়ন করার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ,চট্টগ্রাম মহানগর শাখা বিভিন্নধরনের কর্মসূচী হাতে নিয়েছে।
“ছাত্রলীগের নীতি হলো দেশের দুঃসময়ে পাশে দাড়ানো। দুর্দশাগ্রস্ত মানুষের জন্য সাহায্যের হাত বাড়ানো। রমজান মাসে বিভিন্ন নিম্নআয়ের মানুষেরা করোনার কারণে বিপদগ্রস্ত হয়েছে। তাই তাদের কষ্ট লাঘবে আমাদের এই প্রয়াস।”

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়