নাসিমা হক মুক্তা
কতদিন দেখা হয়নি
শস্য ছিটানো মাঠ
ছিটকে পড়ে গেছে ভবনের দেয়াল।
বাদ্যযন্ত্র হাতে
সহজে চলে যাওয়া – ভবসংসার!
আঁধার সায়রের গহীনে
সূর্যদেব আমার –
জনকোলাহল থেকে দূরে বহুদূরে।
কতদিন দেখা হয়নি
দেখাও দাও, সাড়াও দাও!
বাতায়নের পাশে আমার সমস্ত যৌবন
ধূসর হয়ে
মুখাবয়বে ভেসে উঠছি… আমি একজন অসম্পূর্ণ মানুষ।