বাকলিয়া প্রতিনিধিঃ চসিক’র ১৭ নং ওয়ার্ডের চান্দাপুকুর পাড় এলাকার খোরশেদ আলম আবাসিকের করোনা সন্দিগ্ধ সেই পরিবারকে করোনা টেস্টের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের জন্য সার্বিক সহযোগিতা করেছছেন ওয়ার্ড কাউন্সিলর একেএম আরিফুল ইসলাম ডিউক। আজ রবিবার সকালে করোনা টেস্টের জন্য এ্যাম্বুলেন্সযোগে তাদেরকে চট্টগ্রাম চমেক হাসপাতালে প্রেরন করা হয়।
জানা যায়, গত রবিবার (৩-মে) চমেক হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ভর্তি হন আহমেদ আরমান(৫৫)। ঐদিন বিআইটিআইডি থেকে তার নমুনা সংগ্রহ করা হয় এবং পরদিন (৪ঠা মে) ভোরে তিনি মৃত্যু বরণ করেন। ঐদিন বিকালে তার মরদেহ গ্রামের বাড়ী পটিয়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ঐদিন বিকেলে সিভিল সার্জন কার্যালয় থেকে আরমানের পরিবারকে জানানো আরমানের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। দাফন সম্পন্ন হওয়ার পরে পরিবারের সকল সদস্যরা বাসায় ফিরে আসেন। ওই রাতেই স্থানীয় কাউন্সিলর ও পুলিশ প্রশাসন তাদের বাসা লকডাউন করে, গেটে তালা লাগিয়ে দেন।
বিজ্ঞাপন : করোনা থেকে সুরক্ষা পেতে এটা আপনার দরকার হতে পারে। বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন :
পরবর্তীতে ওই পরিবারের ১৪ মাসের এক শিশুসহ পরিবারের ৬ সদস্যের শরীরে জ্বর-সর্দিসহ করোনাভাইরাসের উপসর্গ দেখা দিতে শুরু করলে আরমানের ছেলে আবিদ বিষয়টি প্রশাসন এবং কাউন্সিলর ডিউককে অবহিত করে। তখন স্থানীয় কাউন্সিলর ডিউক ও প্রশাসন এবং সিভিল সার্জনের সহযোগিতায় তাদের নমুনা পরীক্ষার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন।