[english_date] | [bangla_day]

রেড ক্রিসেন্ট চট্টগ্রামের উপহার সামগ্রী ও ইফতার বিতরণ

চিটাগাং মেইল : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের উদ্যোগে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের বাস্তবায়নে যুব স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য ও চট্টগ্রাম জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান ডাঃ শেখ শফিউল আজম, সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান এম.এ ছালাম, চট্টগ্রাম জেলা ইউনিটের সেক্রেটারী নুরুল আনোয়ার চৌধুরী বাহার ও সিটি ইউনিটের সেক্রেটারী আব্দুল জব্বার এর সার্বিক তত্ত্বাবধাণে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব প্রধান মোঃ ইসমাইল হক চৌধুরী ফয়সাল এর নেতৃত্বে ৯ই মে শনিবার সেবা কার্যক্রমের অংশ হিসেবে করোনা পরিস্থিতিতে উপজেলা পর্যায়ে উপহার স্বরূপ খাদ্য সামগ্রী বিতরণ ও নতুন ব্রীজ এলাকার ভাসমান মানুষদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

বিজ্ঞাপন: করোনা সুরক্ষায় এই জিনিসটি আপনার প্রয়োজন হতে পারে : এখানে ক্লিক করুন

দিনব্যাপী কার্যক্রমের মধ্যে ছিল সাতকানিয়া ও সন্দ্বীপ উপজেলায় সম্প্রতি সৃষ্ট মহামারী কোভিড-১৯ প্রতিরোধের অংশ হিসেবে হতদরিদ্র্য জনগোষ্ঠীর মাঝে উপহার হিসেবে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উক্ত কার্যক্রম সমূহে উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার আবদুর রশিদ খান, সিটি ইউনিটের ইউনিট লেভেল অফিসার মুহাম্মদ ইয়াহইয়া বখতিয়ার, যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের দপ্তর বিভাগীয় প্রধান আ.ন.ম তামজীদ, রক্ত বিভাগীয় প্রধান আমিনুল হক তারেক ও কার্যকরী পর্ষদ সদস্যসহ যুব সদস্যবৃন্দ।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়