[english_date] | [bangla_day]

রাঙ্গুনিয়ায় ধামাইরহাট ঈদ বাজার বন্ধের ঘোষণা

চিটাগাং মেইল: করোনা পরিস্থিতির ভয়াবহতায় মানুষের জানমালের কথা চিন্তা করে সরকারের অনুমতির পরও রমজানে উত্তর রাঙ্গুনিয়া ধামাইরহাট ঈদ বাজার ব্ন্ধ থাকবে।

শনিবার ৯ মে বিকেলে দোকান মালিকদের সাথে ধামাইরহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে আরো জানানো হয়, কাঁচাবাজার, মুদির দোকান এবং ঔষুধের দোকান সামাজিক দুরত্ব বজায় রেখে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে। অন্যান্য দোকান পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

বিজ্ঞাপন: করোনা সুরক্ষায় এই জিনিসটি আপনার প্রয়োজন হতে পারে : এখানে ক্লিক করুন

ধামাইর ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতারা জানান, বৈঠকে বেশিরভাগ মালিক দোকান খোলার বিপক্ষে। জনগণের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। দোকানে দোকানে গিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দোকানের কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে। কেউ এই নির্দেশনা অমান্য করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায়।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়