[english_date] | [bangla_day]

৬নং ওয়ার্ডের মাইজপাড়ায় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করেন কাউন্সিলর এম আশরাফুল আলম

চিটাগাং মেইল: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ডের মাইজপাড়া এলাকার বিভিন্ন কলোনীর ভাড়াটিয়াদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপহার বিতরণ করেন ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব লায়ন এম. আশরাফুল আলম।

চসিক ৬নং ওয়ার্ডের কাউন্সিলর লায়ন এম আশরাফুল আলম বলেন, করোনা ভাইরাসে গৃহবন্দী অসহায়দের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। তিনি ৬নং ওয়ার্ডকে একটি আলোকিত ও নান্দনিক ওয়ার্ড হিসেবে গড়তে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। সেই ওয়ার্ডবাসী সবাইকে ঘরে থাকতে ও সরকারি নির্দেশনা মেনে চলতে বিশেষভাবে অনুরোধ করেন।

মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাজী সামশুল আলম,সহ-সভাপতি এস এম আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোসেন, সি ইউনিট আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ বখতেয়ার, দেলোয়ার হোসেন বাচা, হারুনুর রশীদ বাপ্পি,আব্দুল্লাহ আল আহসান হিমেল, আলমগীর তুহিনসহ ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়