নিজেস্ব প্রতিবেদকঃ মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহার সামগ্রীসমূহ মানুষের দ্ববারে দ্বারে গিয়ে পৌঁছে দিচ্ছেন চসিক’র ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর এ.কে.এম আরিফুল ইসলাম ডিউক। উনার এই ধরনের মানবতার কাজে সন্তুষ্ঠ হয়ে কয়েকজন এলাকাবাসী বলেন, উনার মত একজন তরুন ও সাদা মনের কাউন্সিলর পেয়ে আমরা গর্বিত। যতটুকু দেখি প্রতিদিন অসহায় মানুষের দ্বারপ্রান্তে নাজে উপস্থিত থেকে খাবার পৌঁছে দিচ্ছে, যা অন্য কোন কাউন্সিলর করে কিনা জানা নেই।
উনার কাছ থেকে জানা যায়, গত ০৫/০৫/২০২০ইং উনি দুলাইল্লা বাপের বাড়ী, বাগানবাড়ী, মেডাম কলোনী, সিরাজ কলোনী, বক্কর কলোনী, কদির কলোনী এবং ইউনুস কোম্পানির বাড়ীতে স্বশরীরে উপস্থিত থেকে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহার পৌঁছে দেন।
এই সময় উনার সাথে উপস্থিত ছিলেন, সচিব তারেক সুলতান, রাজু, লিটন, জাহাঙ্গীর, মনির উদ্দিন, সারজিল হায়দার, শহীদুল ইসলাম সুমন, নুর মোহাম্মদ প্রমূখ।
								








