[english_date] | [bangla_day]

লকডাউনে মধ্যেই অঘটন চোপড়া পরিবারে!

ডেস্ক রিপোর্ট: ভারতে করোনা মোকাবেলায় দেশজুড়ে লকডাউন চলছে। দেশটিতে করোনায় আক্রন্তের সংখ্যা বেড়েই চলছে। লকডাউনের কারণে রাস্তাখাটে লোক সমগম নেই বললেই চলে। অতি প্রয়োজনে খুব অল্প সংখ্যাক লোক বের হচ্ছেন। এমন পরিস্থিতিতে লকডাউনের মধ্যেই অঘটন চোপড়া পরিবারে। বাড়ি ফেরার সময় ছুরি দেখিয়ে সমস্ত কিছু লুট করে নেয়া হয় প্রিয়াঙ্কা চোপড়ার কাকার। ওই ঘটনার পরপরই পুলিশের কাছে যান প্রিয়াঙ্কার বোন মীরা চোপড়া। দায়ের করা হয় এফআইআরও।

মীরা চোপড়া জানান, দিল্লির পুলিশ কলোনি দিয়ে যাওয়ার সময় আচমকাই তার বাবার বাইক আটকায় দুই ব্যক্তি। ছুরি দেখিয়ে লুট করে নেয়া হয় সবকিছু। দিল্লিতে থাকা সত্ত্বেও কীভাবে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং চুরি, ছিনতাই বাড়ছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অভিনেত্রী মীরা চোপড়া।

ওই ঘটনার পরই এফআইআর দায়ের করেন মীরা। নিজের সোশ্যাল হ্যান্ডেলে ওই ঘটনার কথা প্রকাশও করেন অভিনেত্রী। তবে এফআইআর দায়েরের পরপরই পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেয়ায় প্রশাসনকে ধন্যবাদ জানান মিরা চোপড়া।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়