চিটাগাং মেইল : চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে করোনা সংক্রমণ রোধে জীবাণুমুক্ত করণ কক্ষ স্থাপন করা হয়েছে। সোমবার ৪ মে চট্টলবীর আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে বেসরকারি কারা পরিদর্শক মোঃ আজিজুর রহমান আজিজ এর সার্বিক সহযোগিতায় এই কক্ষ স্থাপন করা হয় ।
উক্ত জীবাণুমুক্তকরণ কক্ষ শুভ উদ্বোধন করেন শিক্ষা উপ মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল।
এসময় ১৫ টি পিপিই, ৩ টি থার্মাল থার্মোমিটার, ১০০০ পিস সার্জিক্যাল মাক্স ও ০২ টি স্প্রে মেশিন সিনিয়র জেল সুপার কামাল হোসেনের নিকট হস্তান্তর করা হয়।
ওই সময় উপস্থিত ছিলেন জনাব এ কে এম ফজলুল হক, কারা উপ মহাপরিদর্শক, চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম। জনাব মোঃ কামাল হোসেন,সিনিয়র জেল সুপার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার সরকারি সার্জেন ডাক্তার শামীম রেজা ও ডাক্তার তুষার কান্তি নাথ ও জনাব ইয়াসিন আরাফাত কচি, বেসরকারি কারা পরিদর্শক চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার ডেপুটি জেলার,চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও সাংবাদিকবৃন্দ।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. কামাল হোসেন বলেন, বাইরে থেকে আসা কারও যদি জ্বর থাকে তবে তা থার্মাল স্ক্যানারেই ধরা পড়বে। কারণ এই করোনা ভাইরাসের মূল উপসর্গই হচ্ছে জ্বর। জ্বরের সঙ্গে অন্যান্য উপসর্গও থাকতে পারে।
এসময় তিনি বেসরকারি কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজকে এগিয়ে আসার জন্য ধন্যবাদ জানান।