চিটাগাং মেইল : সাতকানিয়ায় শুক্রবার দুপুরে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম শরিফুল ইসলাম (১১)। তার বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার পাঠাখালী ইউনিয়নে। সে ওই এলাকার নুরুল আবছারের ছেলে। ঘটনাটি ঘটে ৩ নং ওয়ার্ডের গরিবারঝিল এলাকায়।
জানা যায়, কিছুদিন আগে শিশুটির মা তাকে নিয়ে তার মেয়ের শ^শুর বাড়িতে বেড়াতে আসে। শুক্রবার দুপরে সে তার ভগ্নিপতির সাথে পুকুরে গোসল করতে যায়। তার ভগ্নিপতি কাপড় ধোয়ার সময় সে পাশে বসা ছিল। ইত্যবসরে সে তার ভগ্নিপতির চোখের অগোচরে পুকুরে নেমে ডুবে যায়। এদিকে ভগ্নিপতির কাপড় ধোয়া শেষে তাকে না দেখে হতভম্ব হয়ে পুকুরে ঝাঁপ দেয়। তিনি তাকে ডুবন্ত অবস্থায় কিনারে নিয়ে আসে।
এরপর তাকে লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। জানা যায়, একইদিন মাগরিবের নামাজের পর তাকে বোনের বাড়ির কবরস্থানে দাফন করা হয়।