[english_date] | [bangla_day]

করোনাভাইরাসে দেশে আরো ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩১২

ডেস্ক রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ৯১ জনের মৃত্যু হলো। এছাড়া নতুন করে আরো ৩১২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সারাদেশে মোট ২৪৫৬ জন করোনা রোগী শনাক্ত হলো।

রোববার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে যুক্ত হয়ে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আরো ৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট ৭৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বুলেটিন উপস্থাপনকালে করোনার বিস্তাররোধে সবাইকে বাড়িতে থাকার এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়।

এদিকে, সরকারি-বেসরকারি সূত্রের বরাতে বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ তথ্য প্রকাশ করে ওয়ার্ল্ডোমিটার ডটকম। তাদের হিসাবে বিশ্বে মোট আক্রান্ত হয়েছেন ২৩ লাখ ৩৪ হাজার ৪৫৯ জন। প্রাণহানি সংখ্যা এক লাখ ৬০ হাজার ৮৩৫।

আক্রান্ত হয়ে সেরে উঠেছেন ৬ লাখ ৪৬৯ জন। এখনো ১৫ লাখ ৭৩ হাজার ১৫৫ জন সংক্রমিত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়