সাউদার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ল এলামনাই এসোসিয়েশনের কার্য নির্বাহী পরিষদ নির্বাচন-২৩ সম্পন্ন!
নিজেস্ব প্রতিবেদক: গত কাল ৩০ সেপ্টেম্বর ২০২৩ খৃষ্টাব্দ সাউদার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ল এলামনাই এসোসিয়েশন এর কার্যনির্বাহী পরিষদ (২০২৩-২৪) নির্বাচন -২৩ অনুষ্ঠিত হয়। এতে সভাপতি, সিনিয়র সহ সভাপতি, সাংগঠনিক সম্পাদক, দফতর ও প্রচার সম্পাদক, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক, মহিলা বিষয়ক সম্পাদিকা এবং কার্য নির্বাহী পরিষদ সদস্য পদে ৮ জন সহ মোট ১৪ টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং অবশিষ্ট ৫টি পদে যথা সহ সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে উৎস মূখোর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়।
এতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন এডভোকেট সালাউদ্দিন আলী নূর মিন্টু, অপর ৪ জন নির্বাচন কমিশনার হলেন – এডভোকেট এ এন এম রোকনুজ্জামান মুন্না, এডভোকেট ইমরান হোসেন, এডভোকেট সাগর ধর এডভোকেট নুর হোসেন।
নবনির্বাচিতরা হলেন-
সভাপতি: শহিদুল ইসলাম সুমন ( বিনা প্রতিদ্বন্দ্বিতায়)
সিনিয়র সহ সভাপতি: সাজ্জাদ হোসেন জুয়েল ( বিনা প্রতিদ্বন্দ্বিতায়),
সহ-সভাপতি: পারভীন আক্তার পাপিয়া,
সাধারণ সম্পাদক: আরিফুর রহমান,
যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর আলম,
সাংগঠনিক সম্পাদক: আল আমিন খাঁন ( বিনা প্রতিদ্বন্দ্বিতায়),
দপ্তর ও প্রচার সম্পাদক: মোহাম্মদ সাইফুল ইসলাম ( বিনা প্রতিদ্বন্দ্বিতায়),
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক : জান্নাতুল ফেরদৌস (বৃষ্টি) ( বিনা প্রতিদ্বন্দ্বিতায়),
মহিলা বিষয়ক সম্পাদিকা : পলি রানী দে ( বিনা প্রতিদ্বন্দ্বিতায়),
অর্থ সম্পাদক: তৌহিদুল ইসলাম
তথ্য ও প্রযুক্তি সম্পাদক: মো: খোরশেদ আলম,
কাৰ্য্য নির্বাহী সদস্য : ( বিনা প্রতিদ্বন্দ্বিতায়)
(১) মুহাম্মদ মুহিউদ্দীন চৌধুরী জিকু
(২) আদনান জাফরান
(৩) তৌহিদুল ইসলাম (তুহিন)
(৪) সুক্তা মিত্র
(৫) এনায়েতুল করিম
(৬) মোঃ অলিউল বশর (জুয়েল)
(৭) মোঃ নোমান
(৮) আবু তালেব হোসেন