[english_date] | [bangla_day]

খেজুর খেলে কী হয়?

লাইফস্টাইল ডেস্ক: খেজুরের নাম শুনলে প্রথমেই মনে পড়ে রোজা আর ইফতারের কথা। কিন্তু রোজার সময় ছাড়াও খেজুর খাওয়ার অভ্যাস করতে হবে। কারণ এটি আমাদের সুস্থতার জন্য জরুরি। উপকারী ফল খেজুর নানা পুষ্টিগুণে ঠাঁসা। আপনি যদি প্রতিদিন খেজুর খাওয়ার অভ্যাস করেন তাহলে অনেকগুলো উপকারিতা পাবেন। শরীর ও মন ভালো রাখতে খেজুরের জুড়ি নেই। নিয়মিত খেলে শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত হবে অনেকটাই। চলুন জেনে নেওয়া যাক খেজুর খেলে কী হয়-

শরীর ভালো রাখার জন্য ভালো রাখতে হয় আমাদের মনও। এটি ভীষণ জরুরি। কিন্তু প্রতিদিনের প্রয়োজনীয় কাজ করতে গিয়ে একটা সময় ক্লান্ত লাগেই। এই ক্লান্তি এসে ভর করে আমাদের শরীর ও মনে। যে কারণে কোনো কাজ করতে ইচ্ছা করে না, অফিস কামাই দিয়ে বাড়িতে শুয়ে-বসে থাকতে ইচ্ছা করে। কিন্তু তাও সম্ভব হয় না কারণ বাড়িতেও জমে থাকে হাজারটা কাজ। আপনার এই ক্লান্তি দূর করতে কিন্তু কাজ করতে পারে খেজুর।

আমাদের মানসিক ক্লান্তি দূর না হলে মেজাজ বিগড়াতে থাকে। এর ফলে প্রভাব পড়ে সম্পর্কের ক্ষেত্রেও। খিটখিটে মেজাজ নিয়ে কথা বলার কারণে অনেকের সঙ্গে বাড়ে দূরত্ব। কিন্তু আপনি তাদের বুঝিয়ে বলতেও পারবেন না যে কেন এমনটা হচ্ছে। আসলে সবকিছুর পেছনে আপনার শরীরে কিছু পুষ্টি উপাদানের ঘাটতি কাজ করে। সেসব ঘাটতি পূরণের জন্য অন্যান্য খাবারের পাশাপাশি নিয়মিত খেতে হবে খেজুর। এটি ক্লান্তি কাটাতে অতুলনীয়।

ক্লান্তি কাটাতে একটি অভ্যাসই যথেষ্ট। প্রতিদিন তিনটি করে খেজুর খেলে এই সমস্যা কমে আসবে দ্রুতই। বিশ্বাস না হলে আজই খাওয়া শুরু করে দিন। কীভাবে এটি কাজ করবে? আসলে খেজুরে থাকে প্রচুর আয়রন ও কার্বোহাইড্রেট। এই উপাদানগুলোই শক্তি জোগাতে কাজ করে। তাইিদিনে কমপক্ষে তিনটি খেজুর অবশ্যই খেতে হবে। আরেকটু বেশি খেতে চাইলে ছয়টি খেজুর খেতে পারেন। তবে এরচেয়ে বেশি খাবেন না।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়