[english_date] | [bangla_day]

রান্নাঘরের একজস্ট ফ্যান পরিষ্কারের ৪ সহজ উপায়

ডেস্ক রিপোর্ট: রান্নাঘরের একজস্ট ফ্যানগুলোয় সবচেয়ে বেশি ময়লা জমে। কারণ, তেল ও মশলার ধোঁয়া ছড়ানোর কারণে ফ্যানের ব্লেডে ময়লার পুরু আস্তরণ জমতে শুরু করে। যা ফ্যানের উপর চাপ বাড়ায় এবং এটির মোটরকেও প্রভাবিত করতে শুরু করে।

তারপর একজস্ট ফ্যান থেকে আওয়াজ বের হতে শুরু করে। তাই সবার প্রথমে একজস্ট ফ্যান ভাল করে পরিস্কার করতে হবে।

যদি কারও একজস্ট ফ্যানের ব্লেডে লুব্রিকেটেড ধুলোর একটি স্তর থাকে, তাহলে সবার প্রথমে সেই ধুলোর স্তর পরিস্কার করতে হবে। এর জন্য ঝাঁটা বা ডাস্টিং ব্রাশের সাহায্য নেওয়া যেতে পারে।

যদি একজস্ট ফ্যানের ব্লেডে ধুলোর পুরু স্তর থাকে এবং দাগ তুলতে অসুবিধা হয়, তাহলে অ্যালকোহলভিত্তিক ক্লিনার ব্যবহার করা যেতে পারে। এগুলো বাজারে সহজেই পাওয়া যায়। এগুলো ব্যবহার করলে পুরু ময়লাও দূর হয়ে যায় এবং মোটরের ওপর কম চাপ পড়ে। এর ফলে একজস্ট ফ্যানও শব্দ করা বন্ধ করে দেয়।

সার্ভিসিং না করার ফলেও একজস্ট ফ্যান থেকে শব্দ বের হতে শুরু করে। দীর্ঘদিন একজস্ট ফ্যানের মোটর সার্ভিসিং না করলে মরচে পড়ে এবং মোটর জ্যাম হতে থাকে। এমন অবস্থায় একজস্ট ফ্যান থেকে আওয়াজ আসতে শুরু করে। সুতরাং আওয়াজ কম করতে এর মোটরে তেল এবং গ্রিজ দিতে হবে। এতে আওয়াজের সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়