ডেস্ক নিউজ: নিজের স্ত্রীকে ভালোবাসেন অথচ চুমু দেন না, এমন স্বামী পৃথিবীতে নেই। কারণ স্বামী-স্ত্রীর ভালবাসা প্রকাশের অন্যতম মাধ্যম হল চুম্বন। কিন্তু আপনি জানেন কি ভালবেসে স্ত্রীকে চুমু খেলে আপনার কতগুলো উপকার হয়?
১৯৮০ সালে জার্মানিতে একটি সাইকোলজিক্যাল গবেষণা হয়। দীর্ঘ ২ বছর সমীক্ষা শেষে ফলাফল বিচার করতে গিয়ে বিজ্ঞানীরা চমকপ্রদ সিদ্ধান্তে উপনীত হন। সমীক্ষা থেকে জানা যায়, অফিস যাওয়ার আগে যে স্বামী নিজের স্ত্রীর কপালে চুমু দিয়ে যান, তারা অন্যান্যদের তুলনায় ১৮ থেকে ৩৬ শতাংশ বেশি অর্থ আয় করেন।
এছাড়া, চুম্বন শরীরের নানান অঙ্গে গভীর প্রভাব বিস্তার করে। এটি মানুষের আয়ু ৫ বছর পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। চুম্বনের আরও যেসব উপকারিতা আছে-
একটি চুম্বন ১০০ শতাংশ ক্যালোরি বার্ন করে। দিনে ৩ বার চুম্বন ১.৩৫ কেজি ওজন কমতে পারে।
অস্ট্রেলিয়ার গবেষকদের সমীক্ষায় জানা যায়, দীর্ঘক্ষণ চুম্বনে হৃদগতি নিয়ন্ত্রণ ও রক্তচাপ কমাতে সাহায্য করে।
চুম্বনের সময় মুখের অ্যাক্টিভিটি বেড়ে যায়। ফলে রক্ত চলাচল বাড়ে। এতে শরীর সুস্থ থাকে।
চুম্বন রক্তে আইজিই অ্যান্টিবডির বৃদ্ধি কমিয়ে দেয়। এই অ্যন্টিবডিগুলো হিস্টামিন নিঃসৃত করে। হিস্টামিন হাঁচি ও চোখে পানি আসার মতো সমস্যার জন্য দায়ী।
ফুসফুসের জন্যও চুম্বন অনেক উপকারী। আপনি জানলে অবাক হবেন, ফুসফুস সাধারণের চেয়ে ৩ গুণ বেশি কাজ করে চুম্বনের পর।