[english_date] | [bangla_day]

কুমিল্লা সিটি ভোটে ১৬৪ প্রার্থীর মনোনয়ন দাখিল

চিটাগাং মেইল ডেস্ক: কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে মেয়র, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে মোট ১৬৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

মঙ্গলবার (১৭ মে) মনোনয়নপত্র দাখিলের শেষদিন এ তথ্য জানান কুসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী।

রিটার্নিং কর্মকর্তা জানান, মেয়র পদে ছয়জন (আওয়ামী লীগ মনোনীত আরফানুল রিফাত, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. রাশেদুল ইসলাম, স্বতন্ত্র হিসেবে কামরুল আহসান বাবুল, মো. মনিরুল হক, মোহাম্মদ নিজাম উদ্দিন ও মাসুদ পারভেজ খান) , সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১২০ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে ৫ ও ১০ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে একক প্রার্থী রয়েছেন।

 

YouTube player

জানা যায়, মেয়র পদে ৬ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৫৩ জন এবং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৩৯ জন। তিন পদে মোট ১৯৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। একই তফসিলে ছয়টি পৌরসভা ও ১৩৫টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট হবে।

এদিকে মনোনয়নপত্র জমাদানে বাধা দেওয়ায় মাদারীপুর জেলার কালকিনি উপজেলার পূর্ব এনায়েত নগর ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত ঘোষণা করেছে কমিশন। বাধাদানের বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তদন্তপূর্বক নির্বাচন কমিশনে রিপোর্ট দেওয়ার জন্য মাদারীপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা নির্বাচন অফিসার এবং সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান আসাদুজ্জামান।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, এসব নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় ছিল আজ (১৭ মে), মনোনয়নপত্র বাছাই ১৯ মে, আপিল ২০ থেকে ২২ মে, আপিল নিষ্পত্তি করা হবে ২৫ মে’র মধ্যে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৬ মে, প্রতীক বরাদ্দ ২৭ মে এবং ভোটগ্রহণ করা হবে ১৫ জুন।

কুমিল্লা সিটিসহ সব নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। আর কুমিল্লা সিটির প্রতিটি কেন্দ্রের বাইরে একটি এবং প্রতি ভোটকক্ষে একটি করে সিসি ক্যামেরা থাকবে। তবে ভোট কক্ষের যেখানে ভোটাররা ভোট দেবেন, সেই অংশে সিসি ক্যামেরা থাকবে না।

কুসিকের ২৭টি ওয়ার্ডে মোট ২ লাখ ২৯ হাজার ৯২০ জন ভোটার রয়েছেন। এদের মধ্যে ১ লাখ ১৭ হাজার ৯২ জন নারী ভোটার এবং ১ লাখ ১২ হাজার ৮২৬ জন পুরুষ ভোটার এবং দুজন ‘তৃতীয় লিঙ্গের’ ভোটার রয়েছেন।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়