চকরিয়া প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়ায় সিএনজি ও পাজারো গাড়ীর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে ১ জন এবং আহত হয়েছে আরো ৪ জন।
নিহত মুর্তজা বেগম (৬০) কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের ১নং ওয়ার্ডের কিরণপাড়া গ্রামের নুরুল হকের স্ত্রী।
বৃহস্পতিবার (১২মে) সকাল সাড়ে ১১ টার দিকে পেকুয়া আশরাফুল উলুম মাদ্রাসা সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পেকুয়া আশরাফুল উলুম মাদ্রাসা সংলগ্ন এলাকায় সিএনজি ও পাজারো গাড়ীর মুখোমুখি সংঘর্ষ হয়। সড়ক দুর্ঘটনায় সিএনজি পাজারো মুখোমুখি সংঘর্ষে এতে ১ বৃদ্ধ মহিলা নিহত এবং অপর ৪ যাত্রী মারাত্মক আহত হয়। আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য নুরুল হোছাইন জানান, নিহত মর্তুজা বেগমের মেয়ে মুন্নী আক্তার, জামাতা আতিকুর রহমান ও নাতি তোফায়েল এ ঘটনায় আহত হয়েছে। আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।