[english_date] | [bangla_day]

পেকুয়ায় সিএনজি ও পাজারো গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৪

চকরিয়া প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়ায় সিএনজি ও পাজারো গাড়ীর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে ১ জন এবং আহত হয়েছে আরো ৪ জন।

নিহত মুর্তজা বেগম (৬০) কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের ১নং ওয়ার্ডের কিরণপাড়া গ্রামের নুরুল হকের স্ত্রী।

বৃহস্পতিবার (১২মে) সকাল সাড়ে ১১ টার দিকে পেকুয়া আশরাফুল উলুম মাদ্রাসা সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে।

 

YouTube player

প্রত্যক্ষদর্শীরা জানায়, পেকুয়া আশরাফুল উলুম মাদ্রাসা সংলগ্ন এলাকায় সিএনজি ও পাজারো গাড়ীর মুখোমুখি সংঘর্ষ হয়। সড়ক দুর্ঘটনায় সিএনজি পাজারো মুখোমুখি সংঘর্ষে এতে ১ বৃদ্ধ মহিলা নিহত এবং অপর ৪ যাত্রী মারাত্মক আহত হয়। আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য নুরুল হোছাইন জানান, নিহত মর্তুজা বেগমের মেয়ে মুন্নী আক্তার, জামাতা আতিকুর রহমান ও নাতি তোফায়েল এ ঘটনায় আহত হয়েছে। আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়